রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সোনালী ব্যাংক সংলগ্ন সড়ক থেকে খোকন মিয়া (৪৫) নামে এক জুতা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খোকন মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। তিনি ঢাকার কারওয়ান বাজারে জুতা স্যান্ডেলের ব্যবসা করতেন বলে জানা গেছে।
নিহতের ছেলে অন্তর বলেন, এদিকে খোকন মিয়া গত দুইদিন আগে বাসা থেকে বের হয়েছিলেন বলে জানান তার ছেলে অন্তর। পল্টন থানার ওসি আবু সিদ্দিক জানান, খোকনের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৬/হিমেল-১৫