রাজধানীর দক্ষিণখানে একটি বাসা থেকে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে এলাকার চেয়ারম্যান পাড়া থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
মৃত নার্গিস আক্তার (২৫) কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার খন্দকার কান্দি গ্রামের আব্দুল গনি মিয়ার মেয়ে। তিনি একটি পোশাক নির্মাণ কারখানার শ্রমিক ছিলেন। নার্গিস দক্ষিণখানে তার স্বামী হাবিবুর রশিদের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
স্বামী হাবিবুর এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে হাবিবুর পলাতক রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৬/ আফরোজ-06