রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে একটি গাছ থেকে পড়ে সেলিম রেজা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল প্রাধ্যক্ষের বাসভবন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার আবদুল জলিলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গাছে উঠে শুকনো ডালপালা ভাঙছিলেন ওই যুবক। এ সময় পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, সেলিমের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৬/হিমেল-২০