নগরীর ওমরগনি এমইএস কলেজের ছাত্রলীগ কর্মী কামরুল হাসান ও তার বন্ধু ফোরকান উদ্দিন হত্যা মামলার অন্যতম দুই আসামি রমজান আলী ওরফে আকাশ ও মো. আলাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার রাতে নগরীর বায়েজীদ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পিবিআই।
পিবিআই পরিদর্শক সন্তোষ চাকমা বলেন, কামরুল হাসান ও ফোরকান হত্যাকাণ্ডের পর থেকে গত আড়াই বছরের অধিক সময় পলাতক ছিলেন আকাশ ও আলাউদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে বায়েজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৭ মার্চ নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেফটিক ট্যাংক থেকে কামরুল হাসান ও ফোরকান উদ্দীনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কামরুল হাসান নগরীর ওমরগনি এমইএস কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। তার বন্ধু ফোরকান সিইপিজেডে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। এ ঘটনায় এ পর্যন্ত এজাহারভুক্ত ১২ আসামির মধ্যে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৬/ আফরোজ-১৯