সারা দেশের মতো বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনেও পহেলা নভেম্বর শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা।
এ বছর বরিশাল বিভাগের ৬ জেলায় মোট ১৬২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ১৭ হাজার ৪৫৬ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ১ লাখ ১৫ হাজার ১৫২ জন নিয়মিত এবং অনিয়মিত ২ হাজার ১৪১ জন। এছাড়া জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৬৩জন।
মোট পরীক্ষার্থীর মধ্যে ৫৪ হাজার ৩৯০ জন ছেলে ও ৬০ হাজার ৭৬২ জন মেয়ে। এ বছর জেএসসিতে ছেলেদের চেয়ে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩৭২ জন বেশী।
বরিশাল জেলায় ৫৯ কেন্দ্রে পরীক্ষার্থী ৩৮ হাজার ৭৫২ জন। এদের মধ্যে ছেলে ১৭ হাজার ৭৯৫ জন এবং মেয়ে ২০ হাজার ৯৫৭ জন।
ঝালকাঠী জেলার ১৬টি কেন্দ্রে ১০ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৭৩০ জন ছেলে এবং ৫ হাজার ৯১৫ জন মেয়ে।
পিরোজপুর জেলার ১৮টি কেন্দ্রে মোট ১৫ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৭ হাজার ৪৩ জন এবং মেয়ে ৮ হাজার ৪৪৫ জন।
বরগুনা জেলার ১৭টি কেন্দ্রে মোট ১৩ হাজার ৪০২ পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৬ হাজার ৬৩৭ জন এবং মেয়ে ৬ হাজার ৭৬৫ জন।
পটুয়াখালী জেলায় ৩০টি কেন্দ্রে মোট ২০ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ হাজার ৬৫৬ জন ছেলে এবং ১০ হাজার ২০৯ জন মেয়ে।
ভোলা জেলার ২২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে ১৮ হাজার ৩০৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৮ হাজার ৮৬৩ জন ছেলে এবং ৯ হাজার ৪৪১ জন মেয়ে।
বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক জানিয়েছেন, সুষ্ঠু-সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার শিক্ষার্থীদের প্রস্তুতিও ভাল। তাই এবার ভাল ফলাফল আশা করছেন তিনি।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন-০৭