মাটিতে হাত-পা ছড়িয়ে পড়ে আছে নিথর দেহ। হাতের পাশে কয়েকটি বই। ছেলের রক্তাক্ত লাশের পাশে অসহায়ের মতো বসে আছে বাকরুদ্ধ মা। তাদের পেছনে একদল শিক্ষার্থী স্লোগান দিচ্ছে, ‘লিপু হত্যার বিচার চাই’। মাইকে আওয়াজ ভেসে আসছে, আর কত লাশ কফিনে ভরে তার মায়ের হাতে তুলে দিব। আর কত মায়ের বুক খালি হলে আমরা সজাগ হব। আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দেলনে শামিল হই। শপথ নিই, দেশের সকল হত্যার বিচার করে ঘরে ফিরব। যাতে আর কোনো মানুষরূপী পশু মায়ের স্বপ্নকে মুছে দিতে না পারে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাকিতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার বিচার দাবিতে আয়োজিত পথনাটকের শেষে এই করুণ দৃশ্যের দেখা মেলে। রবিবার বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, শহীদুল্লাহ্ কলাভবনের সামনে এবং বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে এই প্রতিবাদী পথনাটক মঞ্চস্থ হয়। এতে অংশ নেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের পেছনের নর্দমা থেকে মোতালেব হোসেন লিপুর লাশ উদ্ধার করা হয়। ওইদিন বিকেলে লিপুর চাচা বাদী হয়ে নগরীরর মতিহার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় গত ২৬ অক্টোবর লিপুর রুমমেট মনিরুল ইসলামকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব-১৩