চট্টগ্রামে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। নিহতরা হলেন পিকআপ ভ্যান চালক ওসমান এবং যাত্রী মো. মোরশেদ। আজ দুপুরে নগরীর লোহাগাড়া থানার আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, যাত্রীবাহি বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যান চালক ও এক যাত্রী মারাত্বক ভাবে আহত হন। মূমুর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার/13