রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হচ্ছে আগামী ৩ নভেম্বর, যা শেষ হবে ৩০ নভেম্বর।
রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক মো. মশিহুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে স্নাতকোত্তর, পিএইচডি, এমফিল এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব-১৬