সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুনের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার আবু নছর গুন্নু জামিনে মুক্তি পেয়েছেন।
রবিবার বিকেলে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।
চট্টগ্রাম কারাগারের ডেপুটি জেলার জাহিদুল ইসলাম বলেন, মিতু আক্তার হত্যা মামলাসহ গুন্নুর বিরুদ্ধে দুটি মামলা ছিল। দুই মামলাতেই উচ্চ আদালত থেকে জামিন নেন। তার বিরুদ্ধে আর কোন মামলা না থাকায় তাকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।
মিতু হত্যাকাণ্ডের দুদিন পর হাটহাজারী থেকে গুন্নুকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাকে গ্রেফতারের পর গুন্নুর স্ত্রী সংবাদ সম্মেলন করে দাবি করেন, হাটহাজারীর মুসাবিয়া দরবার শরীফের আধিপত্য নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের কাছ থেকে ৩০ লাখ টাকা নিয়ে পুলিশ গুন্নুকে ফাঁসিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, গত ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতনামাদের আসামীদের একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচ জনকে গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/ ২৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন -১৬