টঙ্গীর গাজীপুরা সাতাইশ এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলামের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজনের ওপর সশস্ত্র হামলায় দু'জনের আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত মোস্তফা ও মোস্তাকিনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। এতে ওই এলাকায় অস্ত্রের মহড়াসহ ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, রবিবার দুপুর পৌনে একটার দিকে থানা যুবলীগ নেতা বিল্লাল মোল্লা ব্যবসায়ীক উদ্যেশে গাজীপুরা এলাকার একটি কারখানায় যায়। এসময় প্রতিপক্ষ মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম, আওয়মী লীগ নেতা কাজী ইলিয়াস, আবুল, আলামিনসহ একদল যুবক মোটর সাইকেলযোগে কারখানা গেটে গিয়ে অতর্কিত হামলা চালিয়ে বিল্লাল মোল্লার লোকজনকে মারধর করে।
এদিকে বিল্লাল মোল্লার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সাইফুল আমাদের মেরে ফেলার জন্য সশস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ থানা ও মহানগর যুবলীগ কর্মীরা সাইফুলকে দ্রুত দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বলে জানান।
এবিষয়ে সাইফুলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না।
এ ব্যাপারে থানার ওসি ফিরোজ তালুকদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সাইফুলের লোকজন বিল্লাল মোল্লার লোকজনকে মারধর করেছে। তবে কোন গোলাগুলির ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৬/মাহবুব-২২