রাজধানীতে রবিবার বিকেলে অভিযান চালিয়ে চার খাদ্য প্রতিষ্ঠানকে এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ।
এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান, ভোক্তা অধিকার অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মজিদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রিট মো. সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, নোংরা পরিবেশ ও অবৈধ প্রক্রিয়ায় খাবার তৈরি করার অভিযোগে তেজগাঁওয়ের হাজী রেস্তোরাঁর ব্যবস্থাপক আল আমিন শেখকে ৮০ হাজার টাকা, একই অপরাধে বনভোজন রেস্টুরেন্টের ব্যবস্থাপক মো. সেলিম সরকারকে ৩০ হাজার টাকা, খাবারে পণ্যের লেভেল ব্যবহার না করায় মহাখালীর খাবার দাবার রেস্টুরেন্টের ব্যবস্থাপক রুহুল আমিনকে ৫০ হাজার টাকা এবং শহীদ তাজ উদ্দীন স্বরণীর বি.জি প্রেস ক্যান্টিনকে মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির দায়ে ব্যবস্থাপক মো. আবু তাহেরকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মজিদ ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১৮