প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় 'আমার দেশ' পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। আজ সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন এ জে মোহম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। গত ৭ সেপ্টেম্বর হাইকোর্ট এই মামলায় মাহমুদুর রহমানকে জামিন দেয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যাচেষ্টা পরিকল্পনার অভিযোগে দায়ের মামলায় মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখানো হয়। এ ছাড়াও বিভিন্ন আইনে তার বিরুদ্ধে অন্তত ৭০টি মামলা রয়েছে। ২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারে রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৬/ আফরোজ-02