ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে 'ঘ' ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার দুপুর ১২টায় প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন। পরীক্ষার ফলাফল জানা যাবে বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এ বছর 'ঘ' ইউনিটে এক হাজার ৫৪০টি আসনের বিপরীতে এক লাখ নয় হাজার ১৭০ জন ভর্তিচ্ছু আবেদন করেন।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/ফারজানা-১১