গণমাধ্যম সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের মিডিয়া ফোরাম রাজধানী ঢাকায় একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে। বাংলাদেশের গণমাধ্যম শিল্পের বর্তমান চালচিত্র সম্পর্কে জানতে আগ্রহীদের জন্য প্রথমবারের মতো এ কর্মশালার আয়োজন করা হয়েছে। ‘প্রশিক্ষণ ও গণমাধ্যম বিষক জ্ঞান বিনিময় অধিবেশন’ শীর্ষক এ কর্মশালা আগামী ১২ নভেম্বর সকাল সাড়ে ৯টায় রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের দ্য ডেইলি স্টার সেন্টারের এসএম আলি সেমিনার হলে অনুষ্ঠিত হবে।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ব্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শরিফুল ইসলাম এ ঘোষণা দেন। তিনি জানান, বাংলাদেশ মিডিয়া ফোরামের মাধ্যমে আমরা এমন একটি প্লাটফর্ম তৈরি করতে চাই যেখানে বিজ্ঞাপনদাতা, গ্রহীতা, এজেন্সি এবং সংশ্লিস্ট সবাই একসঙ্গে বসে পরাস্পরিক জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের মিডিয়ার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
গাজী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়াজ বলেন, কোন প্রকার নিবন্ধন ফি ছাড়াই যে কেউ এতে অংশ নিতে পারবেন। কর্মশালায় অংশগ্রহণে আগ্রহীরা বাংলাদেশ মিডিয়া ফোরামের ওয়েবসাইটের মাধ্যমে www.bdmediaforum.com/register রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া যেকোন প্রয়োজনে ০১৬৭৭৫১৬৯১৫ এবং [email protected] ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে। কর্মশালায় দেশের নেতৃত্বস্থানীয় গণমাধ্যম প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা এবং কর্পোরেট হাউজের গণমাধ্যম বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে থাকবেন। প্রশিক্ষণে গণমাধ্যমের মূলভিত্তি, গণমাধ্যম সম্পর্কিত ধারাণা, গণমাধ্যমে ব্যান্ডিং ও বাজারজাতকরণ, টেলিভিশন মিডিয়ার পরিকল্পনা ও পরিবেশন প্রভৃতি বিষয় প্রাধান্য পাবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিডিয়া ফোরামের কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে মিডিয়াকমের পরিচালক (মিডিয়া) অজয় কুমার কুন্ডু, চ্যানেল আই’র পরিচালক (বিক্রয় ও বিপনন) ইবনে হাসান খান, সময় টেলিশিনের হেড অব অপারেশন্স মোহাম্মদ আক্তার হোসেন, গ্রুপ এম-এর নির্বাহী পরিচালক মোর্শেদ আলম, গ্রামীণফোনের হেড অব মিডিয়া আক্তারুজ্জামান, প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া সুজন মাহমুদ, রেকিট বেনকিজারের পরিচালক (বিপনন) সৈয়দ তানজিম রেজওয়ান, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মিডিয়া এন্ড ইভেন্ট ম্যানেজার তানভির ফারুক এবং টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর, ২০১৬/ জনি/ আফরোজ/০১