বগুড়ায় কর দাতার সংখ্যা বাড়ছে। বগুড়া কর অঞ্চলের আয়োজনে চারদিনের মেলা থেকে আদায় হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৪৫১ টাকা। গত বছর একই ধরণের মেলা থেকে কর আদায় হয়ছিল ৩ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৪৫৭ টাকা।
জানা যায়, ২০১১ সাল বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধা নিয়ে গঠিত হয় কর অঞ্চল। কর অঞ্চল প্রতিষ্ঠিত হয়ে ৪টি জেলার কর দাতাদের সাথে যোগাযোগ করে প্রদানে উৎসাহিত করে যাচ্ছে। যার ফলে বগুড়া অঞ্চলে কর দাতার সংখ্যা বাড়ছে।
কর অঞ্চল বগুড়ার সদর দপ্তর প্রশাসনের সহকারি কর কমিশনার হাবিবুর রহমান জানান, চলতি বছরের ১ নভেম্বর থেকে কর মেলা শুরু হয়ে ৪ নভেম্বর শেষ হয়। কর মেলায় এ বছর সেবা গ্রহণ করে ১২ হাজার ৩০০ জন। যা গত বছর ছিল ৮ হাজার ৬২৪ জন। ইটিআইএন হয়েছেন ১ হাজার ৬০৭ জন। যেখানে গত বছর ছিল ১৫৭ জন। চলতি বছর রিটার্ন ছিল ৫ হাজার ৫৪৩জন আর গত বছর ছিল ৪ হাজার ৯৫ জন। জুলাই ২০১৪ থেকে জুন ২০১৫ অর্থ বছরে কর আদায় হয়েছে মোট ১৯৪ কোটি টাকা। একই অর্থ বছরে লক্ষ্যমাত্রা ছিল ১৭০ কোটি টাকা। চলতি বছর জুলাই ২০১৬ থেকে ২০১৭ জুন পর্যন্ত অর্থ বছরে মোট কর আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬৫ কোটি টাকা। কর আদায়ের ক্ষেত্রে ২২.৭৭ ভাগ বেড়েছে।
তিনি আরও বলেন, মানুষের মাঝে সচেতনতা বাড়ছে বলে কর আদায়ও বাড়বে । যতটা সচেতনতা বাড়বে ততটায় কর আদায় বাড়বে। গত বছর কর মেলা থেকে কর আদায় হয়েছিল ৩ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৪৫৭ টাকা। আর এ বছর ৪ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৪৫১ টাকা।
বগুড়া চেম্বারের সভাপতি মাছুদুর রহমান মিলন জানান, বগুড়ার ব্যবসায়িদের মাঝে সচেতনতা বেড়েছে। সচেতনতা বৃদ্ধির জন্য বগুড়ায় কর আদায় বাড়ছে। ব্যবসায়ি ব্যবসা করবে সরকারকে কর দেবেন। কর প্রদান করার মধ্যে দিয়ে ব্যবসায়িরাও দেশ পরিচালনায় ভূমিকা রাখছে। শুধু ব্যবসায়ি নয়, কর প্রদানের যে নিয়মাবলী বা কর প্রদানের যোগ্যতা অনুযায়ি সকলের কর প্রদান করতে হবে। কর প্রদানের মধ্যে দিয়ে সামগ্রীকভাবে উন্নয়ন হলেই নিজের উন্নয়ন হবে।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-০২