রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল সকাল থেকে ৬টা আজ রবিবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।
ডিএমপির সিনিয়র সহকারী কমিশনার (এসি, মিডিয়া) এ এস এম হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের কাছ থেকে ৪শ’ ৯২ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৩শ’ গ্রাম গাঁজা, ১৭ বোতল বিয়ার ও ৬৭২টি ইনজেকশন উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার