গত ৭ নভেম্বরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি না দেওয়ায় ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ কর্মসূচির ঘোষণা দেন।
জানা যায়, আগামী সোমবার ঢাকা মহানগরীর থানায় থানায় এবং সারাদেশের মহানগর ও জেলা শহরে এ কর্মসূচি পালন করবে বিএনপি।
বিডি প্রতিদিন/এ মজুমদার