২৮শ' কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার শর্তে জামিন পাবেন ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হোসেন।
জামিন প্রশ্নে আপিল বিভাগ বলেন, আগামী ৬ সপ্তাহের মধ্যে পার্বত্য জেলাগুলোতে ডেসটিনির যে ৩৫ লাখ গাছ আছে তা বিক্রি করে সরকারি কোষাগারে ২৮শ' কোটি টাকা জমা দিলে তারা জামিন পাবেন। অথবা নগদ ২৫শ' কোটি টাকা জমা দিলে মিলবে জামিন।
রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ তাদের জামিন আবেদনের শুনানির পেক্ষিতে এ আদেশ দেন।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন