ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও লুটপাটের প্রতিবাদে সিলেটে মানববন্ধন করেছে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে অংশ নেন সিলেটের চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকশ' শিক্ষার্থী। এই কর্মসূচিতে সংহতি জানান সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রেসক্লাবসহ বেশ কয়েকটি সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রশাসনের অকার্যকর ভূমিকার কারণে দেশে বারবার সাম্প্রদায়িক সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠছে। এই বিষয়ে মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকার নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের পদত্যাগ ও অপসারণ দাবি করেন বক্তারা। দ্রুত এসব ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
মানববন্ধনে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, সাংস্কৃতিক সংগঠক শামসুল আলম সেলিম, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ