চট্টগ্রামে আগুনে পড়ল ছোট-বড় ৩০টির অধিক বসত ঘর। এতে কমপক্ষে ১০ লাখের অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার সকালে নগরীর ঘাটফরহাদাবেগ এলাকার হাজী কলোনীতে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ পরিচালক জসিম উদ্দিন বলেন, সকাল ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের নয়টি ইউনিট দু'ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাজী কলোনির ত্রিশটি আধা পাকা ও সেমিপাকা ঘর পুড়ে যায়। কোথায় থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত তা জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। মূলত ব্যাচেলর চাকুরিজীবী ও শিক্ষার্থীরা এ কলোনিতে ভাড়ায় থাকতেন।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ