কর্ণফুলী নদীর তলদেশের টানেল প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার সকালে প্রকল্প এলাকা পতেঙ্গা নেভাল এলাকায় যান মন্ত্রী। এসময় তার সাথে প্রকল্প পরিচালক প্রকৌশলী ইফতেখার কবির ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, কর্ণফুলী নদীর তলদেশে তিন হাজার পাঁচ মিটার দীর্ঘ এ টানেল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪৪৬ কোটি ৬৪ লাখ টাকা। যার মধ্যে চীনের এক্সিম ব্যাংক বিনিয়োগ করবে ৪ হাজার ৭৯৯ কোটি ৪৪ লাখ টাকা। বাকি ৩ হাজার ৬৪৭ কোটি ৬৪ লাখ টাকা সরকার নিজস্ব তহবিল থেকে দেবে। গত ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় এ ঋণচুক্তি হয়। ওইদিন শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে কয়েকটি প্রকল্পের ফলক উন্মোচন করেন, যার মধ্যে কর্ণফুলী টানেলও রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে সেতু কর্তৃপক্ষ।