রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল (২৬) আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে। রবিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে।
আদালত সূত্র জানায়, বাড্ডা থানার উপ-পরিদর্শক ইমরান উল হাসান আসামি রুবেলকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করানোর জন্য আদালতে নিয়ে আসে। পরে ঢাকা মহানগর হাকিম সাদবির ইয়াসির আহসান চৌধুরীর খাস কামড়ায় নেওয়ার আগেই পুলিশেল চোঁখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যায় আসামি রুবেল।
এ বিষয়ে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, আদালত প্রঙ্গণ থেকে আসামি রুবেলের পলায়নের পর দায়িত্বে অবহেলার জন্য দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন বাড্ডা থানার উপ-পরিদর্শক ইমরান উল হাসান এবংৎ একজন কনস্টেবল। এরা দুইজন আসামি রুবেলকে নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গিয়েছিলেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, আসামি পালানোর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দর এলাকা থেকে আসামি রুবেলকে র্যাব-১-এর একটি দল গ্রেফতার করে। পরে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।
গত ২৬ অক্টোবর বাড্ডা এলাকার একটি বিউটি পার্লারের সামনে দুর্বৃত্তদের হাতে ওই তরুণী ধর্ষণের শিকার হন। ২৮ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি করে একটি মামলা করেন।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৬/মাহবুব