রেল লাইনে দুর্ঘটনা রোধে রেল পুলিশের উদ্যোগে সিলেটে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে আলোচনা সভা ও প্রচারপত্র বিলির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সিলেট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও এএসআই মোজাম্মেল ইসলাম রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ইকরামুল কবীর, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সিসিক কাউন্সিলর তৌফিক বক্স লিপন, রেলওয়ে স্টেশন ম্যানেজার কাজী শহিদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন- রেল লাইনের উপর দিয়ে চলাচল করা কিংবা আড্ডা দেয়া ও অসতর্কভাবে রেলওয়ে লেভেল ক্রসিং পারাপারের ফলে বিভিন্ন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটে। অথচ সামান্য সতর্ক থাকলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। এই দুর্ঘটনারোধে জনসচেতনতা বৃদ্ধির কোন বিকল্প নেই।