সিলেট নগরীর উত্তর কাজিটুলায় অস্ত্রের মুখে জিম্মি করে ইউনিলিভার কোম্পানির ৭০ লাখ টাকা লুটে নিয়েছে ছিনতাইকারীরা। এছাড়া নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকায় ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে জনতার প্রতিরোধের মুখে দুইটি মোটরসাইকেল ফেলে ছিনতাইকারীরা পালিয়েছে।
রবিবার এ ঘটনা দুইটি ঘটে।
ইউনিলিভার সিলেটের পরিবেশক ইমতিয়াজ রহমান তারেক জানান, নগরীর আম্বরখানা বড়বাজারস্থ অফিস থেকে টাকা জমা দেয়ার জন্য কোম্পানির দুইজন হিসাবরক্ষক প্রাইভেট কারযোগে (সিলেট খ-১১-০১৬৯) এক্সিম ব্যাংক জিন্দাবাজার শাখায় যাচ্ছিলেন। উত্তর কাজিটুলার কাহের মিয়ার গলির ভেতর ঢোকার পর ৪টি মোটর সাইকেল ও ১টি সিএনজি অটোরিকশায় কয়েকজন ছিনতাইকারী এসে প্রাইভেট কারের গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা গাড়ির গ্লাস ভাঙচুর করে অস্ত্রের মুখে জিম্মি করে ৭০ লাখ টাকা ছিনিয়ে নেয়।
কোতোয়ালী থানার সহকারি কমিশনার নূরুল হুদা আশরাফী জানান, ছিনতাইর খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।
এদিকে, গতকাল রবিবার বিকেল ৪টার দিকে আম্বরখানার এক ব্যবসায়ী জিন্দাবাজার আসার পথে জেলা খাদ্য অফিসের সামনে ৪টি মোটর সাইকেলে ১০-১২ জন ছিনতাইকারী তার গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা ওই ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। ব্যবসায়ীর চিৎকারে আশপাশের জনতা এসে প্রতিরোধ গড়ে তুললে দুইটি মোটর সাইকেল ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ মোটর সাইকেল দুইটি জব্দ করে থানায় নিয়ে যায়।