চট্টগ্রামে নগরীতে অভিযান চালিয়ে ১৮শ' পিস ইয়াবাসহ নুরুল আলম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম বলেন, গ্রেফতার হওয়া নুরুল আলম জুতার মধ্যে করে টেকনাফ থেকে ইয়াবা চালান নিয়ে নগরীতে আসছে এ তথ্যের ভিত্তিতে নিউ মাকের্ট এলাকায় অবস্থান নেয়া হয়। এসময় তাকে গ্রেফতার করে ১৮শ' পিস ইয়াবা জব্দ করা হয়।