রাজশাহী আদালতের হাজত থেকে পালিয়েছে মুখলেসুর রহমান (৩৪) নামে মাদক মামলার এক আসামি।
রবিবার বিকেল ৪ টার দিকে রাজশাহী কোর্ট আদালত হাজত থেকে সে পালিয়ে যায়। সে পবা উপজেলার হরিপুরের জাঙ্গালপাড়ার হাফিজ উদ্দিনের ছেলে।
পবা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, শনিবার বিকেলে ডিবি পুলিশ পবা উপজেলার হরিপুর থেকে ইয়াবাসহ মুখলেসুরকে আটক করে। রবিবার তাকে আদালতে নেওয়া হয় এবং কোর্ট হাজতে রাখা হয়। সেখান থেকে বিকেল ৪টার দিকে সে পালিয়ে যায়। তিনি আরও জানান, মুখলেসুরকে আটকে পুলিশ অভিযান শুরু করেছে।