গুলশানের হলি আর্টিজান বেকারিটি মালিককে বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। গুলশান হামলা সংক্রান্ত মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক হুমায়ুন তদন্ত শেষে আদালতের অনুমতি নিয়ে আজ রবিবার (১৩ নভেম্বর) বিকাল ৪টায় হলি আর্টিজানের মালিক শাহাদাত হোসেনকে এটি বুঝিয়ে দেন।
উল্লেখ্য, গত ১লা জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে মর্মান্তিক ও ভয়াবহ জঙ্গি হামলার পরপরই রেস্তোরাঁটি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। তদন্তের স্বার্থে এতদিন বেকারিটি পুলিশের হেফাজতে ছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ