গাজীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না জড়িয়ে গলায় ফাঁস লেগে দোলন আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দোলন আক্তার গাজীপুর সিটি কর্পোরেশনের সিকদারবাড়ি এলাকার মোজাম্মেল হকের একমাত্র মেয়ে এবং গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল।
গাজীপুর সিটি কর্পোরেশনের ২২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সবদের আলী জানান, কলেজের আইসিটি শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে রবিবার কলেজপাড়া থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাসায় ফিরছিল দোলন। পথে মাস্টারবাড়ি-ভাওয়াল মির্জাপুর আন্তঃসড়কের সিকদারবাড়ি এলাকায় পৌঁছালে তার গলার ওড়নাটি রিকশার চাকায় জড়িয়ে গলায় ফাঁস লেগে যায়। পথচারীরা এ ঘটনাটি দেখতে পেয়ে রিকশাটি থামিয়ে মুমূর্ষু অবস্থায় দোলনকে উদ্ধার করে। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/১৩ নভেম্বর, ২০১৬/মাহবুব