সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু খুনে ব্যবহার করা অস্ত্র মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আগামী ২২ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের পরবর্তী সময় নির্ধারণ করা হয়েছে। রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শাহে নুরের আদালতে শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় শুনানি পিছিয়ে দেওয়া হয়।
মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘বিচারক ছুটিতে থাকায় মিতু হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি হয়নি। আগামী ২২ নভেম্বর পরবর্তি শুনানির তারিখ নির্ধারণ করা হয়।’
প্রসঙ্গত, গত ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুবৃর্ত্তদের হাতে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পর বাবুল আক্তার বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত অভিযান চালিয়ে সাত জনকে গ্রেফতার করে। নগরীর বাকলিয়া থানায় দায়ের হওয়া অস্ত্র আইনের মামলাটির অভিযোগপত্র গত ২৮ জুলাই আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মহিম উদ্দিন। অভিযোগপত্রে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা ও রিকশাচালক মনির হোসেনকে আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ