টঙ্গী পূর্ব আরিচপুরে দোকান কর্মচারী বাবু মিয়াকে নির্মমভাবে হত্যার ঘটনায় রবিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে আট জনকে নামীয় ও ৪-৫জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন। আসামিরা হলো-সাগর, শামীম, আকরাম, জুয়েল, বেলায়েত, আশিক, শাহীন ও ইমরান। এদের মধ্যে জুয়েল ও সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে থানার ওসি ফিরোজ তালুকদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, হত্যাকান্ডের মূল হোতা ভাইস্তা শামীমকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, চাঁদা না দেয়ায় গত শুক্রবার সকালে সন্ত্রাসী শামীম ওরফে ভাইস্তা শামীমের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ কর্মচারী বাবু মিয়াকে দোকান থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকালে তিনি মারা যান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ