রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মেঘলা আক্তার মুক্তা (২৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর মাতোয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুক্তা ঢাকার ওয়ারির নারিন্দা এলাকার মৃত আব্দুল করিমের মেয়ে এবং ফলব্যবসায়ী আমিনুল ইসলামের স্ত্রী। তিনি তার স্বামী ও তিন সন্তানসহ যাত্রাবাড়ীর ওই বাসায় থাকতেন।
নিহতের ছোট ভাই হৃদয় জানান, রবিবার রাত সাড়ে ১১টায় স্বামী আমিনুলের সঙ্গে মুক্তার ঝগড়া লাগে। এ সময় আমিনুল মারধর করলে মুক্তা বাসার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বিডি প্রতিদিন/ ১৪ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২