রাজধানীর কামরাঙ্গীরচর মমিনবাগ এলাকায় নবী হোসেন (৩২) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনার পর সোমবার সকালে তিনি মারা যান।
জানা গেছে, পাওনা টাকাকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তি নবী হোসেনকে কাঠ দিয়ে পেটান। এক পর্যায়ে আহত অবস্থায় নবী হোসেন বাসায় চলে যান। এরইমধ্যে ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্ত্রী রেনু আক্তার তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
কামরাঙ্গীরচর থানার উপ পরিদর্শক (এসআই) কৃষ্ণ কমল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/মাহবুব