রাজধানী গুলশানের একটি বাসার তৃতীয় তলায় রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে আগুন লেগে তিন নারী গৃহকর্মী দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোরে গুলশান দুই নম্বর সেকশনের ৭৩ নম্বর রোডে একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে বলে জানান গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন।
দগ্ধরা হলেন শরিফা আক্তার (১৮), পারভিন বেগম (৩৮) ও বেদানা আক্তার (২০)। এদের মধ্যে শরিফা ও বেদানার শরীরের ৯০ শতাংশ এবং পারভিনের ২০ শতাংশ পুড়ে গেছে। তবে তিনজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতাউর রহমান জানান, সোমবার সকাল সোয়া ৬টার দিকে আগুনের খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং ওই কক্ষের আগুন নেভায়।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/মাহবুব