রাজধানীর মুগদা এলাকা থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবির পূর্ব বিভাগের একটি দল।
রবিবার রাতে তাদের মুগদার গার্মেন্ট গলি বিশ্বাস রোডের কাছ থেকে তাদের আটক করা হয় বলে এক মুঠোফোন বার্তায় জানায় ডিএমপি।
আটক করা ব্যক্তিরা হলেন শহর আলী ওরফে লিটন ওরফে ভাঙ্গারি লিটন (২৭), মোহাম্মদ ফেরদৌস ওরফে ফেদু (২৯), হুমায়ূন কবির ওরফে ঝনু (৪৩) ও মোহাম্মদ মানিক (২৮)।
তাদের কাছ থেকে সাতটি অস্ত্র, ১৫টি গুলি ও আটটি ম্যাগজিন উদ্ধার করেছে ডিবি। ডিবির তথ্যমতে, আটককৃত ব্যক্তিরা অস্ত্র ব্যবসায়ী।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর, ২০১৬/মাহবুব