বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় দ্বিতীয় জাতীয় নৃত্যনাট্য উৎসব শুরু হচ্ছে আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৬টায় এ উৎসব শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারি মমতাজ। আরও উপস্থিত ছিলেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সম্মানিত সভাপতি নাসির উদ্দিন ইউসুফ ও নৃত্য গুরু মাতা রাহিজা খানম ঝুনু।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ