প্রতারণার অভিযোগে রাজধানীর উত্তরা এলাকা থেকে চার নাইজেরীয় নাগরিককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে সোমবার র্যাবের পক্ষ থেকে পাঠানো ক্ষুদে বার্তায় জানানো হয়েছে।
র্যাব জানায়, অভিযুক্তরা মোবাইলে লটারি জেতার এএমএস পাঠিয়ে মানুষকে বিভ্রান্ত করতো এবং প্রতারণা করে মানুষের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত। প্রতারণার কাজে ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন, ল্যাপটপ, সিম এবং ইন্টারনেটে ব্যবহারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানায়নি র্যাব।
বিডি-প্রতিদিন/এস আহমেদ