আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, যে কোন মূল্যে শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখতে হবে। শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে। গতকাল রবিবার রাতে উক্ত পদে স্থান পাওয়ার পর প্রথম চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
সাংবাদিকদের দৃষ্টি আর্কষণ করে তিনি বলেন, চট্টগ্রামে কর্ণফুলী টানেল হচ্ছে, এলএনজি টার্মিনাল হচ্ছে, কাঠামোগত উন্নয়ন হচ্ছে। এর ফলে ভারতের দক্ষিণ-পূর্ব অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজতর হবে। আপনারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো জনগণের সামনে তুলে ধরুন। সমালোচনা করবেন, তবে তা বস্তুনিষ্ঠ সমালোচনা হতে হবে। পাশাপাশি উন্নয়ন কাজগুলোও তুলে ধরুন।
কবি নজরুল একবার ময়মনসিংহের ত্রিশাল থেকে নির্বাচন করে হেরেছিলেন। কবি নিমর্লেন্দু গুণও একবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং হেরেছিলেন। সেসময় কবি বলেছিলেন কবি হারলে হারবে কে? আমিও বলতে চাই, শেখ হাসিনা হারলে হারবে কে?
অনুষ্ঠানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এজাজ ইউসূফী, সিনিয়র সাংবাদিক এম নাসিরুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনয়নের নির্বাহী সদস্য আসিফ সিরাজ, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাস প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৬/ আফরোজ