নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে ২৪ নভেম্বর। আজ বিকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে নাসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ।
জানা যায়, ২৬, ২৭ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাচাইয়ের দিন। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর।
বিডি প্রতিদিন/এ মজুমদার