আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে যা যা দরকার আওয়ামী লীগ তা করবে এবং সংবিধান মেনেই নির্বাচন করা হবে।
সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইলেকশন ওয়াকিং গ্রুপ’ আয়োজিত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. আব্দুর রাজ্জাক বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে স্বাধীন নির্বাচন কমিশনারের গুরুত্ব অপরিহার্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছেন, তিনি কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ এর কার্যনির্বাহী সদস্য হারুন অর রশিদ।
আরোও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলুসহ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন