ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) শাখা ছাত্রলীগের বিভিন্ন হলের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ নভেম্বর ঢাবির অপরাজেয় বাংলায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেন।
আবিদ আল হাসান বলেন, ‘প্রথমবারের মতো সম্মেলন মাধ্যমে হল শাখার নেতৃত্ব নির্বাচন করা হচ্ছে। অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আশা করি যোগ্য এবং বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিকেরা কমিটিতে স্থান পাবেন। কমিটিতে অনুপ্রবেশকারী বা বিতর্কিতদের ঠাঁই হবে না।’
তিনি জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও কেন্দ্রীয় ও ঢাবি শাখা ছাত্রলীগ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এতে উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, এর আগে ২০১৩ সালের ১লা এপ্রিল বিভিন্ন হল শাখা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছিল। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ ছিল এক বছর। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার দীর্ঘ আড়াই বছর পরেও হল কমিটি গঠিত হয়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ