রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা (১৪) হত্যা মামলায় বখাটে ওবায়দুল খানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। সোমবার (১৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আলী হোসাইন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ২৬ জনকে সাক্ষী করা হয়েছে। আগামি ২৭ নভেম্বর এ অভিযোগপত্র আদালতে উপস্থাপন করার জন্য দিন ধার্য্য আছে।
মামলার নথি সূত্রে জানা গেছে, রিসা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। গত ২৪ আগস্ট পরীক্ষা শেষে স্কুলের সামনের পথচারি-সেতু দিয়ে সড়কের ওপারে যাওয়ার সময় বখাটে ওবায়দুল তাকে ছুরিকাঘাত করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট রিসা মারা যায়। ওই দিন তার মা তানিয়া হোসেন রমনা থানায় এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের একটি দর্জির দোকানের কর্মী ওবায়দুলকে আসামি করে মামলা করেন। পরে ৩১ আগস্ট সকালে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজার থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ওবায়দুলকে গ্রেফতার করে ঢাকায় আনে পুলিশ। পরের দিন তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত। পরে ঘটনার কথা স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন আসামি ওবায়দুল। জবানবন্দিতে ওবায়দুল হত্যার পূর্বাপর সবিস্তার বর্ণনা করে নিজেকে হত্যাকারী হিসেবে স্বীকার করেন। ওবায়দুলের গ্রামের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ