রাজধানীতে সড়ক মেরামতের সময় গরম আলকাতরা গায়ে লেগে ছায় শ্রমিক দগ্ধ হয়েছেন। আলকাতরা বহনকারী গাড়ির চাকা বিস্ফোরণ হলে শ্রমিকদের গায়ে গরম আলকাতরা ছিটকে পড়ে তারা দগ্ধ হন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে ধানমন্ডির চার নম্বার রোডে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকরা হলেন- মনু, মুসা, শরিফ, আলম, রিপন ও সিদ্দিক হাকিম এ ঘটনা ঘটনার সঙ্গে-সঙ্গে শ্রমিকদের অন্য সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ শ্রমিকরা বার্ন ইউনিটে চিকাৎসাধীন।