নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার চিতাশাল এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন - রায়হান (৩৫), তার স্ত্রী মায়া (২৮) ও তাদের দেড় বছরের মেয়ে মরিয়ম। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বন্দর থানার এসআই মিজানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিস্ফোরণে এক পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। এসময় উড়ে গেছে একটি ঘরের টিনের চাল। ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপে উদ্ধার-তৎপরতা চালাচ্ছে।
তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।
বিডি প্রতিদিন/ ১৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৫