নারায়ণগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে রোগীর সঙ্গে অসদচারণ এবং মারধরের অভিযোগ উঠেছে এক ডাক্তার দম্পতির বিরুদ্ধে।
সোমবার রাত সাড়ে ৯টায় শহরের সলিমুল্লাহ সড়কের পাশে মিশনপাড়া মোড়ে অবস্থিত আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ওই মারধরের ঘটনা ঘটে।
অভিযুক্ত ডাক্তার এইচ এম তাইফুরুল হাসান এবং তার স্ত্রী দু’জনই ওই হাসপাতালটির পরিচালক।
হামলার শিকার রোগী অভিযোগ করে বলেন, চিকিৎসার জন্য অতিরিক্ত টাকা চাওয়ার প্রতিবাদ করায় তাকে মারধরের এক পর্যায়ে গলা চেপে ধরা হয়।
তবে ওই ডাক্তার ও তার স্ত্রীর দাবি, ‘তুচ্ছ ঘটনায় ভুল বোঝাবুঝিতে’ হাতাহাতির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পুলিশ অভিযুক্ত ডাক্তার তাইফুরুল হাসান, তার স্ত্রী নাসিমা আক্তার স্মৃতি এবং হাসপাতালের দুই কর্মচারীকে আটক করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, ‘চারজনকে আটক করা হয়েছে। থানায় নিয়ে গিয়ে বিস্তারিত কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিডি প্রতিদিন/ ১৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৬