রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেলের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বাড্ডা থানা পুলিশ তাকে আদালতে নিয়ে এসে রিমান্ডের এ আবেদন করেন।
এর আগে ঢাকার নিম্ন আদালতের বিচারকের খাস কামরা থেকে পালানো রুবেলকে মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয় জানান ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান।
গত রবিবার পুরান ঢাকার আদালত পাড়া থেকে দুই পুলিশ সসদ্যকে ফাঁকি দিয়ে রুবেল পালিয়ে যায়। এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য ওই দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, খিলক্ষেতের একটি বিউটি পার্লারে কাজ করতেন ওই গারো তরুণী। গত ২৫ অক্টোবর তিনি তার হবু স্বামীর সঙ্গে দেখা করতে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের বাড়িতে যান। বিকাল ৪টার দিকে সেখান থেকে বের হওয়ার পরপরই স্থানীয় সাত-আট যুবক তাদের ঘিরে ফেলে এবং মারধর করে। পরে তরুণীকে জোর করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে রুবেল তাকে ধর্ষণ করে।
বিডি প্রতিদিন/ ১৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২০