ঢাকা জেলার সাভারে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফেরার পথে স্বামী-স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ তিন লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানিয়েছে, তারা ব্যাংক থেকে যখন টাকা উত্তোলন করেন, তখন ব্যাংকের ভিতরে তাদেরকে দু’জন ব্যক্তি ফলো করছিল।
জানা গেছে, দুপুরে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকার একটি বেসরকারি ব্যাংক থেকে তিন লক্ষ টাকা উত্তোলন করেন শাহীবাগ এলাকার বিথী আক্তার (২১) ও তার স্বামী শামীম মিয়া (৩০)। পরে তারা থানা বাসস্ট্যান্ড থেকে একটি রিকশায় করে বাড়ির দিকে রওয়ানা দেন। পথিমধ্যে মজিদপুর এলাকায় পৌঁছলে পিছন থেকে আসা দুটি মোটরসাইকেলে ছয়জন সন্ত্রাসী তাদেরকে রিকশা থেকে নামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তিন লক্ষ টাকার ব্যাগটি ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় ব্যবসায়ীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো লুণ্ঠিত টাকা বা এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, ছিনতাইয়ের ঘটনার শুনেই পুলিশ পাঠানো হয়েছে। আশে পাশে চেকপোস্ট বসানো হয়েছে এবং অভিযান চলছে।
এর আগে, সোমবার রাতে সাভারের আশুলিয়ার বিশমাইল এলাকার পাশে দু’জনকে কুপিয়ে দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/মাহবুব