সিলেটে বিভাগে আগামী ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
রবিবার সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পরিবহন শ্রমিক নেতারা জানান, ৩০ নভেম্বরের মধ্যে তাদের ১০ দফা দাবি বাস্তবায়ন না হলে তারা ধর্মঘট শুরু করবেন।
পরিবহন শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার ও অবৈধ দোকানপাট উচ্ছেদ, সিলেটের কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের কাজ দ্রুত বাস্তবায়ন, যানবাহন থেকে পৌর ট্যাক্স এবং সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধ, পুলিশের রিকুইজিশনকৃত গাড়ির জ্বালানি খরচ ও চালকের খাবারের টাকা প্রদান, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ও সিলেটের সকল কোয়ারি থেকে পাথর উত্তোলনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারশেন সিলেট বিভাগীয় সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন রফিক, আজাদুর রহমান ওদুদ, কার্যকরি সভাপতি দিলু মিয়া, কার্যকরি সভাপতি (ট্রাক) আব্দুস ছালাম, শ্রমিক নেতা সামছুল হক মানিক, সাহার উদ্দিন, আব্দুল গফুর, ইনছান আলী, আফতাব উদ্দিন, বিনয় ভূষন দেব, বাবলু আচার্য্য, আকবর আলী, ইজ্জাদুর রহমান, খলিলুর রহমান, মটুক মিয়া, সালাহ উদ্দিন প্রমুখ।