চলতি বছরের আট মাসে চট্টগ্রামে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে ২১ হাজার ২৩২ জন। যাদের মধ্যে ১৭ জন মারা গেছেন।
রবিবার স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম প্রেসক্লাব ও ব্র্যাক ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচি আয়োজিত ‘অবহিতকরণ সভায়’ এসব তথ্য জানান ব্রাকের সিনিয়র ম্যানেজার দিলীপ কুমার সাহা।
ওই সভায় জানানো হয়, ২০১৫ সালে ম্যালেরিয়াজনিত কারণে বিশ্বে ২১ কোটি ৪০ লাখ মানুষ অসুস্থ এবং ৪ লাখ ৩৮ হাজার মানুষ মারা গেছে। যাদের বেশিরভাগের বয়স ৫ বছরের নিচে। দেশে ১ কোটি সাড়ে ৩২ লাখ জনগোষ্ঠী ম্যালেরিয়া ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে তিন পার্বত্যজেলা উচ্চপ্রবণ, কক্সবাজারের রামু, উখিয়া, সদর মধ্যপ্রবণ ও ৯টি জেলা নিম্নপ্রবণ হিসেবে চিহ্নিত। ম্যালেরিয়া প্রবণ উপজেলা ৭১টি।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আলাউদ্দিন মজুমদার। অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার, ব্র্যাকের কর্মসূচি প্রধান ডা. মোকতাদির কবীর ও চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী এবং বিআইটিআইডির পরিচালক ডা. দেলোয়ার হোসেন।