রাজধানীর উত্তরার ১১ সেক্টরের একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহমুদুর রহমান জানান, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে উত্তরা ১১ সেক্টরের ওই কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত কীভাবে হল এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/মাহবুব