বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বিমান বন্দর মোড় সংলগ্ন কামিনি ফিলিং স্টেশন এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মো. রাশেদ মুন্সি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সৈয়দ শামীম হোসেন নামে আরেক আরোহী আহত হয়েছেন।
রবিবার দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনার পর রাত ৭টার দিকে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাশেদ।
নিহত রাশেদ নগরীর দক্ষিন সাগরদী এলাকার বাসিন্দা অগ্রনী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মৃত রফিকউদ্দিন মুন্সির ছেলে এবং আহত শামীম হোসেন নবগ্রাম রোডের সৈয়দ আবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আজমী পরিবহন (বরিশাল-ব-০৫-০০৩৭) নামে একটি বাস বরিশাল থেকে আগৈলঝাড়ার পয়সারহাটের উদ্দেশ্যে যাচ্ছিলো। কামিনি ফিলিং স্টেশন এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী একটি সিভিজেড মোটরসাইকেলকে (বরিশাল-ল-১১-৩৩৪৫) ধাক্কায় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দ্রুতগামী বাসটি। বাসের ধাক্কায় দুই আরোহী মোটর সাইকেলসহ সিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাশেদ মারা যায়। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাস এবং মোটর সাইকেলটি আটক করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/মাহবুব